LIVE
Loading latest headlines...

মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

১০০ সুসাব্যস্ত হাদিস- সফরের সুন্নত (৪৪-৪৭টি হাদীস) পার্ট-৪

সফরের সুন্নত
১০০ সুসাব্যস্ত হাদিস (০ টি হাদীস)
৪ সফরের সুন্নত    
পরিচ্ছেদ ৪৪:
একজনকে আমীর নিযুক্ত করা
আবূ সাঈদ এবং আবূ হুরায়রা(রাঃ)থেকে বর্ণিতঃ

তাঁরা বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম)বলেছেন,“যখন তিনজন কোন সফরে বের হয়, তখন তারা যেন একজনকে আমীর বানিয়ে নেয়।”(আবূ দাউদ ২৬০৮)
হাদিসের মানঃ সহিহ হাদিস

পরিচ্ছেদ ৪৫:
কোন উচ্চস্থানে উঠার সময় তকবীর (আল্লাহু আকবার) এবং নিচু স্থানে অবতরনের সময় তাসবীহ (সুবহানাল্লাহ) পাঠ করা
জাবীর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা যখন উঁচু রাস্তায় আরোহণ করতাম, তখন তাকবীর পাঠ করতাম এবং যখন নিচু রাস্তায় অবতরণ করতাম, তখন তাসবীহ পাঠ করতাম। (বুখারী ২৯৯৩)

*কোন উচ্চ স্থানে আরোহণ করার সময় তাকবীর পাঠ করবে এবং উপর থেকে নীচে অবতরণ করার সময় তাসবীহ পাঠ করবে।
হাদিসের মানঃ সহিহ হাদিস

পরিচ্ছেদ ৪৬:
কোন স্থানে অবতরণ করলে দুআ পড়া
খাওলা ইবনে হাকীম(রাঃ)থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন,“যে ব্যক্তি কোন স্থানে অবতরণ করে বলে,‘আউযুবি কালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন শার্‌রি মা খালাক্ব’ (অর্থাৎ, আমি আল্লাহ্‌র পরিপূর্ণ বাক্য দ্বারা তাঁর সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় কামনা করছি)। কোন কিছুই তাঁর ক্ষতি করতে পারবে না, এ স্থান ত্যাগ না করা পর্যন্ত।” (মুসলিম ২৭০৮)
হাদিসের মানঃ সহিহ হাদিস

পরিচ্ছেদ ৪৭:
সফর থেকে ফিরে এলে আগে মসজিদে যাওয়া
কাআ’ব ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সফর থেকে ফিরতেন, তখন আগে মসজিদে গিয়ে নামায পরতেন। (বুখারী ৩০৮৮, মুসলিম ৭১৬)
হাদিসের মানঃ সহিহ হাদিস

কোন মন্তব্য নেই:

ফটো গ্যালারী

1/6
ওহুদ যুদ্ধ - হযরত মহাম্মদ (সা:) এর বিপ্লবী জীবন
2/6
মুসলিম নারীর বিধান
3/6
ইসলামি অর্থনীতিতে উপার্জন ও ব্যয়ের নীতিমালা
4 / 6
ইসলামীক জিজ্ঞাসাঃ লাঠি হাতে নিয়ে জুমার খুতবা দেয়া কি সুন্নত?
5/6
মসজিদে নববী যিয়ারতের কিছু আদব-কায়দা
6/6
উম্মাতে মুসলিমার দায়িত্ব

Islam-icon Profile.png