LIVE
Loading latest headlines...

শনিবার, ১৭ জুলাই, ২০২১

সূরা ফাতিহার পরিচিতি ও পরিসংখ্যান

শনিবার, জুলাই ১৭, ২০২১ 0
বার দেখা হয়েছে



পরিচিতিঃ

মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের প্রথম সূরা, এর আয়াত সংখ্যা ৭ এবং রুকুসংখ্যা ১। ফাতিহা শব্দটি আরবি "ফাতহুন" শব্দজাত

যার অর্থ "উন্মুক্তকরণ"। এটি আল্লাহ্ এর পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় বিসমিল্লাহির রাহমানির রাহীম দিয়ে শুরু হয়েছে। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ।

সূরা আল ফাতিহা-

শ্রেণীঃ-মক্কী সূরা।

নামের অর্থঃ-শুরু।

অন্য নামঃ-ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল-হামদ, সূরাতুস-সালাত, আস্‌-সাব্‌'য়ুল মাসানী।

অবতীর্ণ হওয়ার সময়ঃ-নবী মুহাম্মদ-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নবুয়াতপ্রাপ্তির শুরুর দিকে।

পরিসংখ্যান-

সূরার ক্রমঃ-১।

আয়াতের সংখ্যাঃ-৭।

পারার ক্রমঃ-১।

রুকুর সংখ্যাঃ-১।

সিজদাহ্‌র সংখ্যাঃ-নেই।

শব্দের সংখ্যাঃ-২৯।

বিশেষ বিষয় সম্পর্কে আয়াতের সংখ্যাঃ-আল্লাহ্‌র প্রশংসা, প্রার্থনা।

নামকরণঃ-

এ সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে 'ফাতিহা' বলা হয়। অন্য কথায় বলা যায়, এ শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে।

সম্মানিত তাফসীরকারকগণ আলোচ্য সূরাটির প্রায় ৪২টি নাম দিয়েছেন। যে নাম গুলো তাফসীর ইবনু কাসীর, ইবনু জারীর, রুহুল মায়ানী, তাফসীর কবীর, তাফসীর খাযিন, তাফসীরে ফাতহুল কাবির, তাফসীরে কুরতুবীসহ নির্ভরযোগ্য তাফসিরের কিতাবসমূহে উল্লেখ করা হয়েছে। এখানে তার কয়েকটি তুলে ধরা হলো-

(১) سورة مفتاح القرآن কুরআনের কুঞ্জিকা,

(২) سورة أم القرآن কুরআনের মা বা আসল, 

(৩) سورة الدعاء  দোয়ার সূরা, 

(৪) سورة الشفاء রোগ মুক্তির সূরা, 

(৫) سورة الحمد প্রশংসার সূরা, 

(৬) أساس القرآن কুরআনের ভিত্তি, 

(৭) سورة الرحمة রাহমাতের সূরা, 

(৮) سورة البركة বারকাতের সূরা, 

(৯) سورة النعمة নিয়ামাতের সূরা, 

(১০) سورة العبادة ‘ইবাদাতের সূরা, 

(১১) سورة الهداية হিদায়াত প্রাপ্তির সূরা, 

(১২) سورة الإسةقامة দৃঢ়তার সূরা, 

(১৩) سورة الإسةعانة সাহায্য প্রার্থনার সূরা, 

(১৪) سورة الكافية অত্যধিক ও বিপুলতা দানকারী সূরা, 

(১৫) سورة الوافية পূর্ণত্ব প্রাপ্ত সূরা, 

(১৬) سورة الكنـز খণির সূরা (জ্ঞানের খনি, রাহমাত, বারাকাত, নি‘আমাত ও যাবতীয় সাফল্যের খণি বলে এ সূরাকে আখ্যায়িত করা হয়েছে), 

(১৭) سورة الشكر শুকর করার সূরা বা কৃতজ্ঞতা প্রকাশের সূরা (১৮) سورة الصبر সবরের উৎসাহ দানকারী সূরা, (১৯) سورة التكرار বার বার পঠিতব্য সূরা, 

(২০) سورة التعلق مع الله আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক স্থাপনের সূরা, 

(২১) سورة الصراط المستقيم সরল সঠিক পথ লাভের সূরা, 

(২২) سورة الربوبية প্রভুত্ব সনাক্ত করণের সূরা, 

(২৩) سورة الوحدانية আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি স্বীকৃতি প্রকাশের সূরা, 

(২৪) سورة الاجةناب الغضب والضلالة আল্লাহর গযব ও গোমরাহি হতে আত্মরক্ষা করার সূরা, 

(২৫) سورة الصلاة সলাতে একান্তই পঠিতব্য সূরা।



ফটো গ্যালারী

1/6
ওহুদ যুদ্ধ - হযরত মহাম্মদ (সা:) এর বিপ্লবী জীবন
2/6
মুসলিম নারীর বিধান
3/6
ইসলামি অর্থনীতিতে উপার্জন ও ব্যয়ের নীতিমালা
4 / 6
ইসলামীক জিজ্ঞাসাঃ লাঠি হাতে নিয়ে জুমার খুতবা দেয়া কি সুন্নত?
5/6
মসজিদে নববী যিয়ারতের কিছু আদব-কায়দা
6/6
উম্মাতে মুসলিমার দায়িত্ব

Islam-icon Profile.png