বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসছালামু আলাইকুম
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম তাঁর বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি, যিনি সমগ্র বিশ্বমানবতার নবী, নবীকূলের শিরোমনি সৃষ্টিকুলের রহমত ও কল্যাণের প্রতীক।
মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর এবাদাত বন্দেগীর উদ্যেশ্যে। সেই এবাদত এর অন্যতম একটি হল নামায আদায় করা। তাই সঠিকভাবে নামাজ আদায় করতে হলে সঠিক পদ্ধিতে আদায় করতে হবে। আর নামাজ কবুল হওয়ার জন্য সঠিক ভাবে নামাজ অত্যাবর্শকীয়।
এই ভিডিও টিতে চিত্রসহ নামাজ এর সঠিক নিয়ম গুলো আছে যেমন..
কিভাবে নামাজের হাত বাধতে হবে
কিভাবে রুকূ করতে হবে
কিভাবে সিজদাহ করতে হবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন