![]() |
যদি সিজদায় ঘুমিয়ে পড়েন |
প্রশ্ন : কিছুদিন আগে আমাদের মহল্লার একজন লোক ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদায় ঘুমিয়ে পড়েন। ইমাম সালাম ফিরালে শব্দ শুনে তিনি সিজদা থেকে উঠে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে নেন, তাঁর ওই নামাজ কি সহিহ হয়েছে?
—আবদুল্লাহ, মুরাদনগর, কুমিল্লা।
উত্তর : লোকটির নামাজ হয়নি। কারণ শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ বসা ফরজ। এই ফরজ আদায় না হওয়ায় তাঁর নামাজ নষ্ট হয়ে গেছে। তাঁকে আবার ওই নামাজ পড়ে নিতে হবে।
সূত্র : কিতাবুল আসাল : ১/২০৮; খুলাসাতুল ফাতাওয়া : ১/৫১; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা : ১/৯২; আততাজনিস ওয়াল মাজিদ : ১/৪৫২; শরহুল
মুনায়া পৃষ্ঠা ৪৫৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন