LIVE
Loading latest headlines...

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

তাশাহ্‌হুদ / আত্তাহিইয়াতু ও দুরুদ


তাশাহ্‌হুদ/আত্তাহিইয়াতু লিল্লাহি…এই দুয়াটির আসল নাম হচ্ছে ‘তাশাহহুদ’

التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَواتُ، وَالطَّيِّباتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ. أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسولُهُ
উচ্চারণঃ আত্তাহিয়্যা-তু লিল্লা-হি ওয়াস্‌সালাওয়া-তু ওয়াত্তায়্যিবা-তু আস্‌সালা-মু আ’লাইকা আইয়্যূহান নাবিয়্যূ ওয়া রাহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু। আস্‌সালা-মু আ’লাইনা ওয়া আ’লা ই’বাদিল্লা-হিস সোয়ালিহীন। আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহা’ম্মাদান আ’ব্দুহু ওয়া রাসুলুহু।
অর্থঃ যাবতীয় ‘তাহিয়্যা’ (অভিবাদন, প্রশংসাসূচক বাক্য) আল্লাহ্‌র জন্য, অনুরূপভাবে সকল সালাত (দুয়া, নামায ইত্যাদি) ও পবিত্র কাজগুলোও তাঁর জন্য। হে নবী! আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমাদের উপর এবং আল্লাহ্‌র নেক বান্দাদের উপরেও শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ্‌র বান্দা ও রাসূল (প্রেরিত দূত)।
দুরুদ১। রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামএর জন্য দুয়া করা।

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
উচ্চারণঃ আল্লা-হুম্মা সাল্লি আ’লা মুহাম্মাদিউ ওয়া আ’লা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আ’লা ইবরাহীমা ওয়া আ’লা আ-লি ইব্রাহীম, ইন্নাকা হা’মীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক আ’লা মুহাম্মাদিউ ওয়া আ’লা আলি মুহা’ম্মাদিন, কামা বা-রাকতা আ’লা ইব্রাহীমা ওয়া আ’লা আ-লি ইব্রাহীম, ইন্নাকা হামীদুম্ মাজীদ।
অর্থঃ হে আল্লাহ! আপনি মুহাম্মাদ এবং তাঁর পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করুন, যেমন আপনি ইব্রাহিম এবং তাঁর পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ এবং তাঁর পরিবারের প্রতি বরকত দান করুন, যেমন আপনি ইব্রাহিম এবং তাঁর পরিবারের প্রতি বরকত দান করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান।
আল্লা-হুম্মা – হে আল্লাহ! সাল্লি – আপনি শান্তি অবতীর্ণ করুন, আ’লা – উপরে, মুহাম্মাদিউ –মুহাম্মাদ এর, ওয়া – এবং, আ’লা – উপরে, আ-লি মুহাম্মাদিন – মুহাম্মাদ এর পরিবার, কামা –যেমনিভাবে, সাল্লাইতা – শান্তি অবতীর্ণ করেছিলেন, আ’লা – উপরে, ইবরাহীম – ইবরাহীম, ওয়া – এবং, আ’লা – উপরে, আ-লি ইব্রাহীম –ইব্রাহীমের পরিবার, ইন্নাকা – নিশ্চয়ই আপনি,হামীদ – প্রশংসিত, মাজীদ – মহান।
অনুরূপভাবে দ্বিতীয় অংশের অর্থ হুবুহু এক…শুধুমাত্র সালাম বা শান্তির জায়গায় বরকত। বরকত অর্থ হচ্ছে, অল্প থেকে অনেক বৃদ্ধি পাওয়া।

দুরুদ২। দুয়া মাসুরা
রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিতসালাম ফেরানোর পূর্বের দুয়াগুলোকে ‘দুয়া মাসুরা’বলা হয়। সাধারণত আমরা যেই দুয়া মাসুরাটা পড়ি, এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ দুয়া মাসুরা আছে, যা আপনারা ‘হিসনুল মুসলিম’ বই থেকে মুখস্থ করতে পারেন। সাধারণত বেশিরভাগ মানুষ যেই দুয়া মাসুরাটা পড়ে।

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْماً كَثِيراً، وَلاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفورُ الرَّحيمُ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা। ওয়ালা ইয়াগফিরুয্-যুনূবা ইল্লা আংতা। ফাগফির লী মাগফিরাতাম মিং ই’নদিকা, ওয়ারহা’মনী, ইন্নাকা আনতাল গাফূরুর রাহীম।
অর্থঃ হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক যুলুম করেছি। আর আপনি ছাড়া গুনাহসমূহ কেউ ক্ষমা করতে পারে না। সুতরাং আমাকে আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দ্বারা মাফ করে দিন, আর আমার প্রতি দয়া করুন; নিশ্চয়ই আপনি তো ক্ষমাকারী, পরম দয়ালু
আল্লা-হুম্মা – হে আল্লাহ! ইন্নী – নিশ্চয়ই আমি, যলামতু – যুলুম/অন্যায় করেছি, নাফসী – নিজের উপরে, যুলমান কাসীরা – অনেক অন্যায়। ফাগফির লী – অতএব আমাকে মাফ করুন, মাগফিরাতাম মিং ই’নদিকা – আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমার দ্বারা, ওয়ারহা’মনী – আর আমার প্রতি দয়া করুন, ইন্নাকা আনতাল – নিশ্চয়ই আপনি তো, গাফূর থেকে গাফূরুর –
অত্যন্ত ক্ষমাশীল, রাহীম – পরম দয়ালু।

কোন মন্তব্য নেই:

ফটো গ্যালারী

1/6
ওহুদ যুদ্ধ - হযরত মহাম্মদ (সা:) এর বিপ্লবী জীবন
2/6
মুসলিম নারীর বিধান
3/6
ইসলামি অর্থনীতিতে উপার্জন ও ব্যয়ের নীতিমালা
4 / 6
ইসলামীক জিজ্ঞাসাঃ লাঠি হাতে নিয়ে জুমার খুতবা দেয়া কি সুন্নত?
5/6
মসজিদে নববী যিয়ারতের কিছু আদব-কায়দা
6/6
উম্মাতে মুসলিমার দায়িত্ব

Islam-icon Profile.png