LIVE
Loading latest headlines...

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

সূরা আল ত্বীন



 بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
 বিসমিল্লাহির রাহমানির রাহিম
 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[1] وَالتّينِ وَالزَّيتونِ
[1] অত্তীনি অয্যাইতূনি।
[1] শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,

[2] وَطورِ سينينَ
[2] অতুরি সীনীনা।
[2] এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

[3] وَهٰذَا البَلَدِ الأَمينِ
[3] অহা-যাল্ বালাদিল্ আমীন।
[3] এবং এই নিরাপদ নগরীর।

[4] لَقَد خَلَقنَا الإِنسٰنَ فى أَحسَنِ تَقويمٍ
[4] লাক্বদ্ খলাকনাল্ ইন্সা-না ফী আহ্সানি তাক্বওয়ীম্।
[4] আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

[5] ثُمَّ رَدَدنٰهُ أَسفَلَ سٰفِلينَ
[5] ছুম্মা রদাদ্না-হু আস্ফালা সা-ফিলীন।
[5] অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।

[6] إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
[6] ইল্লাল্লাযীনা আ-মানূ অ‘আমিলুছ্ ছোয়া-লিহা-তি ফালাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।
[6] কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
[7] فَما يُكَذِّبُكَ بَعدُ بِالدّينِ
[7] ফামা- ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্।
[7] অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?

[8] أَلَيسَ اللَّهُ بِأَحكَمِ الحٰكِمينَ
[8] আলাইসাল্লা-হু বিআহ্কামিল্ হা-কিমীন্।
[8] আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

কোন মন্তব্য নেই:

ফটো গ্যালারী

1/6
ওহুদ যুদ্ধ - হযরত মহাম্মদ (সা:) এর বিপ্লবী জীবন
2/6
মুসলিম নারীর বিধান
3/6
ইসলামি অর্থনীতিতে উপার্জন ও ব্যয়ের নীতিমালা
4 / 6
ইসলামীক জিজ্ঞাসাঃ লাঠি হাতে নিয়ে জুমার খুতবা দেয়া কি সুন্নত?
5/6
মসজিদে নববী যিয়ারতের কিছু আদব-কায়দা
6/6
উম্মাতে মুসলিমার দায়িত্ব

Islam-icon Profile.png